অভিনয় ছাড়ছেন জিম ক্যারি, কিন্তু কেন?
জীবনের ৬০ বছরের ৪৫ বছরই অভিনয়ই করে গেছেন হলিউড তারকা জিম ক্যারি। ৫০টির বেশি সিনেমা, ২০টি টিভি শো করার পর তাঁর মনে হয়েছে, যথেষ্ট হয়েছে। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ক্যারি অভিনীত শেষ ছবি সনিক দ্য হেজহগ টু। সম্প্রতি টিভি শো অ্যাকসেস ডেইলিতে ক্যারিয়ার থেকে অবসরে যাওয়ার ঘোষণা করে ক্যারি বলেন, আমি অবসর নিচ্ছি, বিশ্বাসই করতে চাইছিলেন না সঞ্চালক। মজা করছেন না তো? বিস্মিত সঞ্চালকের এ প্রশ্নে জিম বলেন, আমি মোটামুটি সিরিয়াস। যদি কোনো দেবদূত সোনার কালিতে লেখা চিত্রনাট্য এনে বলে যে এটি মানবজাতির জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস, তাহলে আমি আবার অভিনয় করতে পারি। হয়তো চালিয়ে যেতে পারতাম কিন্তু এবার আমি সত্যিই থামতে চাইছি।অভিনয়ের জগৎ থেকে সরে ইতিমধ্যে সাধারণ একটা জীবন কাটাতে শুরু করছেন জিম। আর সেই জীবন বেশ উপভোগ করছেন তিনি। জিম বলেন, আমার এই নিরিবিলি জীবনটাই ভালো লাগছে। ছবি আঁকা, আধ্যাত্মিক জীবনএসবই আমার জন্য আনন্দের। গায়ে শক্তি থাকা পর্যন্ত কোনো তারকাকে বলতে শোনা যায় না যে যথেষ্ট হয়েছে। আমি অনেক করেছি। আমি বলছি, আমি অনেক কাজ করেছি। প্রসঙ্গত উল্লেখ্য জনপ্রিয় শো স্যাটারডে নাইট লাইভে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকায় অভিনয় করেছিলেন জিম ক্যারি। ২০২০ সালের ডিসেম্বরে সেই চরিত্র থেকেও সরে দাঁড়ান তিনি। তখন তিনি জানিয়েছিলেন, ছয় সপ্তাহ কাজ করার কথা থাকলেও পর্বসংখ্যা বাড়িয়ে দেয় অনুষ্ঠান কর্তৃপক্ষ। বাড়তি পর্বগুলো তিনি কেন করবেন? ২০২০ সালে সনিক দ্য হেজহগ আর মুক্তি প্রতীক্ষিত সিকুয়েল সনিক দ্য হেজহগ টুএর আগে ২০১৬ সালে মুক্তি পেয়েছিল জিম ক্যারি অভিনীত দুটি ছবি দ্য ব্যাড ব্যাচ ও ডার্ক ক্রাইমস।